ঘরে বসে শীতে ত্বকের যত্নে নিন
ঘর সবার মনের সুখ দেয়।তাই ঘরের মধ্যে থেকে শীতে ত্বকের যত্নে নিন।
আপনার কি প্রকৃতিতে শীত জেঁকে বসেছে ? একটু নজর দিয়া দেখুন আপনার ফেটে যাওয়া ত্বকে । এটি একটি মৌসুমি সমস্যা । আমি কাঁপছি শীত আর লিখছি আপনাদের জন্য । আর্দ্রতার অভাবে জন্যই শীতকালে ত্বক ফেটে যায় আর যার যাদের ত্বক শুষ্ক তারাই এ সমস্যায় ভয়াবহ ভাবে বেশি ভোগেন।
তাই আমাদের সবাই কে একটু বিশ্রি পরিস্থিতির মুখোমুখি হয় থাকি। সাদা দাগ ও নানান সংক্রমণ ত্বকে ভোরে যায় আর শুষ্ক ত্বক আর্দ্ থাকলে ত্বক ফাটা থেকে রাখা করে যায়। কিছু প্রাকৃতিক জিনিস দিয়া কিন্তু রক্ষা করা যায় যেমন ওটমিল,দই,মধু,নারিকেল তেল আর দুধ।
ওটমিল:
ওটমিল আমাদের ত্বক ফাটা থেকে রক্ষা করে। ওটমিলযুক্ত ক্রিম ব্যবহার করলে ফাটা থেকে রক্ষা করে । ওটমিল পানির সাথে মিক্সড করে গোসল করলে ত্বক ফাটা থেকে রক্ষা পাওয়া যায় ।
দই:
মুখে দই প্রয়োগ করলে আপনার ত্বক ফাটা থেকে রক্ষা করবে । যারা পার্লার যান দই হলো প্রধান ইনগ্রেডিয়েন্টস সব সমস্যা সমাধানের জন্য ।
নারিকেল তেল :
নারিকেল তেল শুষ্ক ত্বকের খুব উপকার করে ।নারিকেল তেল পেট্রোলিয়াম জেলি হিসেবে খুবই নিরাপদ ও কার্যকর। তবে কোলেস্টরোল সমস্যা হলে নারিকেল তেল ভালো না ।
দুধ:
ঠাণ্ডা দুধ লাগাইলে চুলকানি কমিয়ে দেয় আর ত্বকে সাদা দাগ থেকে মুক্ত করে । নরমাল কাঁচা দুধ একটি শুকনো পরিষ্কার কাপড় ভিজিয়ে তা ৫থেকে ১০ মিনিটের জন্য আপনার ত্বকে ব্যবহার করুন তাহলে দুধের ল্যাকটিক অ্যাসিড খুব উপকার হবে ।
সতর্ক বিজ্ঞপ্তি : যাদের এলার্জি নাই শুধু তারাই ব্যবহার করবেন এবং সম্পূর্ণ নিজের দায়েত্ব নিয়ে । আমাদের ব্লগ কোনো কিছুর দাই থাকবে না ।ইনফরমেশন গুলো ভিন্ন ইংলিশ সাইট থেকে নেওয়া ।
PHOTO CREDIT TO : rawpixel