আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

হাসপাতালে প্রবেশ করার আগে কিছু নিয়ম মানতেই হবে

হাসপাতালে প্রবেশ করার আগে কিছু নিয়ম মানতেই হবে  


আজ আমি আপনাদের একটু ভিন্ন কিছু নিয়ে আসলাম :


১. আপনি অব্যশই মোবাইল ফোন নীরব রাখবেন
২. সবার উচ্চ স্বরে কথা বলা নিষেধ
৩. অব্যশই আপনার চড়া মেকআপ নিষেধ
৪. ছোটদের সম্পূর্ণ নিষেধ
৫. অযথা ঘোরাফেরা করবেন না।
৬. পুরা হাসপাতালে পরিষ্কার রাখবেন
৭. কখনো ডাক্তার বা নার্সের খারাপ ব্যাবস্থার করবেন না
৮. রোগীদের কোন অসুবিধা করা যাবেনা
৯. হাসপাতালের নিজস্ব কিছু নিয়ম মানতাই হবে 



Photo by rawpixel.com from Pexels

বুধবার, ১ আগস্ট, ২০১৮

আপনি কিভাবে আপনার দ্রুত ওজন কমাবেন ?

আপনি কিভাবে আপনার দ্রুত ওজন কমাবেন ?


(আপনি এক জন ডাক্তার পরার্মশ নিন ওজন কমানোর আগে)


প্রয়জন অনুযায়ী কিছু আইন মানল ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ এটা করতে কিছু নিয়াম পালন করতে হবে :


১.অনেকে ভাবে দুধ অথবা টকদই ওজন বেড়ে যেতে থাকে কিন্তু ফ্যাট ফ্রি দুধ অথবা টকদই খেলে উপকার পাওয়ায় যাই ।

২.গভীর রাতে ৮-৮.৩০টার মধ্যে খাবার খাবেন যেমন অল্প মাছ, সবজি, রুটি ও মুরগি ।

৩. অবশই দুপুরে ১-১.৩০টার মধ্যে খাবার খাবেন যেমন মাছ,ভাত, সবজি, রুটি,সালাদ ও মুরগি ইত্যাদি ।


৪. বিকালে ৪-৫টার খুবই হালকা নাস্তা করবেন যেমন সুগার ছাড়া বিস্কুট, বাদাম, ফল ও গ্রিন টি  ।

৫.অল্প কিছু খাইয়া আপনি গরম পানিতে লেবু ও মধু মিলিয়ে পান করুন ।

৬.সকালে ১০.৩০ থেকে ১১টা লেবু দিয়ে রঙ চা অথবা গ্রিন টি ।


আপনার কি পরিমান দরকার ক্যালোরি তার উপর নির্ভর করে আপনি নিয়ম করতে হবে এইটার জন্য একজন পুষ্টিবিদ সাথে কনসাল্ট করুন তাতে আপনি উপকার পাবেন । সুস্থ থাকুন ও নিয়ম মেনে চলুন । 


সাবধান, ওজন কমানোর অস্থির হবেন না কারণ গুলো জেনে নিন নিচে দেওয়া হলো :

১. রোগ প্রতিরোধ দ্রুত কমে যাবে। 

২. হটাৎ দুর্বল হয় যাওয়া।

৩. প্রোটিন খুবই দরকার।  
 
৪.পানিশূন্যতা হলে ভয়ের ব্যাপার।

৫. ঘুম না হয় ও খাবারের অরুচি।

৬. শরীরে কালো দাগ ও ত্বক কুঁচকে যাওয়া।     
 

Photo by rawpixel.com from Pexels