আপনাকে যেসব ফলমূল তারুণ্য করে রাখবেই
সব ফলে আছে অনেক ভিটামিন যা খুবই দরকার শরীরে জন্য ।
আমরা ত্বকের যত্নে অনেক ধরণের ফল খেয়ে থাকি। তবে কিছু ফলমূল আমরা সরাসরি ত্বকে লাগাতে পারি যা আমাদের তারুণ্য ধরে রাখতে উপকার করে । এইসব ফলগুলো দিয়া মাস্ক বানানোর লাগে না।
তাই আমি একটা লিস্ট করছি ফলের নাম গুলো যা সরাসরি ত্বকে লাগাবেন ।
১. আপেল
২. তরমুজ
৩. কলা
৪. স্ট্রবেরি
১. আপেল : আপেল ত্বকের অনেক উপকারী ।
কি ভাবে লাগাবেন ?
যেই ভাবে ব্যবাহার করবেন:
আপেল প্ৰথমে পানিতে ভিজিয়ে রাখুন তাতে কোনো কেমিকাল থাকলে নষ্ট হয় অনেকটি তারপর টুকরো টুকরো করা কাটুন এবং ব্লেন্ড করুন ভালো ভাবে তবে কোনো ধরণের জল মিশাবেন না কিন্তু এই মিশ্রণ দিয়া ত্বকে সুন্দর ভাবে ম্যাসাজ করুন । আধা অথবা ৩০ মিনিট পর ধুইয়া ফেলুন এবং তোয়ালে দিয়া ড্রাই করুন ।
২. তরমুজ : তরমুজ ত্বকের খুবই উপকার করে, উজ্জ্বল আরো বাড়িয়ে দিবে ত্বকের বাড়তি তেল বের করে দিয়ে থাকে।
কি ভাবে লাগাবেন ?
যেই ভাবে ব্যবাহার করবেন:
কেমিকাল মুক্ত তরমুজ ভালো ভাবে ধুবেন তারপর কেটে টুকরো করবেন। টুকরো তরমুজ ব্লেন্ডার দিয়া জুস করবেন তারপর তুলার বলের মধ্ জুস য দিয়ে মুখের মধ্যে মাখুন । শুধু মাত্র ১০ মিনিট পর মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন এবং তোয়ালে দিয়া ড্রাই করুন ।
৩. কলা : সরাসরি কলা ত্বকে লাগালে পোড়াভাব কমে ।
কি ভাবে লাগাবেন ?
যেই ভাবে ব্যবাহার করবেন:
কেমিকাল মুক্ত কলা ভর্তা করবেন এবং মুখের মধ্যে লাগিয়ে ম্যাসাজ করবেন । ঠিক ১৫ মিনিট পর ধুইয়া ফেলুন আর পুরাই গামছা দিয়া ড্রাই করুন ।
৪. স্ট্রবেরি: স্ট্রবেরি একটি ভালো ফল এবং তা ত্বকের খুবই উপকার করে ।
কি ভাবে লাগাবেন ?
যেই ভাবে ব্যবাহার করবেন:
স্ট্রবেরি গুলো টুকরো টুকরো করুন এবং ব্লেন্ড করে মুখ মাখুন। আর ২০ মিনিট পর হালকা গরম পানি দিয়া ত্বক ধুইয়া ফেলুন।
সতর্ক বিজ্ঞপ্তি : যাদের এলার্জি নাই শুধু তারাই ব্যবহার করবেন এবং সম্পূর্ণ নিজের দায়েত্ব নিয়ে । আমাদের ব্লগ কোনো কিছুর দাই থাকবে না ।ইনফরমেশন গুলো ভিন্ন ইংলিশ সাইট থেকে নেওয়া ।
Photo Credit to Mahdiar Mahmoodi