আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

রবিবার, ১৫ জুলাই, ২০১৮

কিভাবে আপনি পারফিউম ব্যবহার ও কিনবেন ?

কিভাবে আপনি পারফিউম ব্যবহার ও কিনবেন ?


আমরা পরিপাটি পোশাকের আর মানানসই সাজ পর নজর পরে পারফিউমর দিকে ।আমাদের রুচি ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে পছন্দ সুগন্ধ পারফিউম লাগিয়ে । শরীর ঘামের গন্ধ ঢাকতে পারফিউম খুব জরুরি ।সবার থাকা আলাদা করতে বিশেষ কোনো পারফিউমের খুবই প্রয়জন ।

মেয়েদের পারফিউম জনপ্রিয়:


১. পারফিউম গোল্ডেন লাইট উড ।
২. ক্রিস্টাল ক্রিক উড পারফিউম ।
৩. পারফিউম ভেলভেট ফরেস্ট উড ।

ছেলেদের পারফিউম জনপ্রিয়:


১. পারফিউম এনার্জেটিক টিজার ।
২.ব্ল্যাঙ্ক পিওর পারফিউম ।
৩.ভার্ট-রিল্যাক্সড পারফিউম ।
৪.পারফিউম ব্লু-পাওয়ারফুল ইনটেন্স ।

পারফিউম কিভাবে ব্যবহার করবো :


১. আমার সব সময় পোশাকে পারফিউম ব্যবহার করি কিন্তু বডি স্প্রে ব্যবহার করা যাই আমাদের বডির বিভিন্ন জায়গায় তাহলে অনেক সময় থাকবে ।
২. অবশ্য খুব বেশি ব্যবহার না করে ভালো ।
৩.কখনই গয়নাই পারফিউম ব্যবহার করবেন না ।
৪. আপনার পারফিউম সবসময় ঠান্ডা ও শুকনো জায়গায় রাখুন ।
৫.আপনি কখনই ফ্রীজে ও তার পাশে, ওয়াশরুম ও জানালার পাশে পারফিউম রাখবেন না ।

যেকোনো পার্টি তা সঠিক ভাবে পারফিউম ব্যবহার করুন । অফিসে বা স্কুলে হালকা সুগন্ধি পারফিউম ব্যবহার করা উচিত । তবে আপনার অনুষ্ঠান বুঝে সুগন্ধি পারফিউম ব্যবহার করুন ।

আপনাদের পারফিউম কেনার সময় যেসব বিষয়ে খেল রাখতে হবে :


১. ভালো ব্র্যান্ড পারফিউম খুবই ভালো ।
২.সঠিক সৌরভ পেতে হলে সঠিক ভাবে স্প্রে করতে হবে ।
৩. ত্বকে মিশিয়ে  স্প্রে না করিয়ে ভালো ।
৪. কখনি একই সৌরভের পারফিউম ব্যবহার না করাই ভালো ।
৫.আপনি পারফেক্ট সৌরভটা বুঝতে দূরে রেখে স্প্রে করুন তাহলে ভালো টেস্ট রেজাল্ট পাবেন ।
৬. পারফিউম গন্ধ অবশই ভালো হয় খেয়াল রাখুন কারণ সবাই অস্বস্তির না হয় সৌরভের পারফিউম গন্ধ পেয়ে ।

 
Photo by Annie Spratt on Unsplash

রবিবার, ১ জুলাই, ২০১৮

বাঁধাকপির গাজর পাকোড়া

 বাঁধাকপির গাজর পাকোড়া


উপাদানগুলো ও তারপরিমান :

চালের গুঁড়া
লবণ পরিমাণ মতো
ডুবো ভাবে ভাজার জন্য পরিমাণ মতো বাটার
একটু বাদাম ও  ঘি 
গাজর পরিমাণ মতো
লালমরিচ-গুঁড়া পরিমাণ মতো 
বেসন গুঁড়া
আধা কাপ থাই টেম্পুরা ফ্লাওয়া
বাঁধাকপির পাতা

নিয়মাবলী  :

বাঁধাকপির পাতা লম্বা করে কেটে নিন।এরপর টেম্পুরার মাখাবেন বাটার ও বাঁধাকপির পাতা, পরিমাণ মতো, লালমরিচ-গুঁড়া পরিমাণ মতো , ১ চা-চামচ করে আদা ও রসুন বাটা, বেসন গুঁড়া, চালের গুঁড়া মাখিয়ে  এরপর সুন্দর করা পাতার মতো তৈরি করুন । লবণের পরিমাণ ও  স্বাদ  মতো । এরপর ফ্রাইপেন ভালো ভাবে বাটার গরম করে সব গুলো ভাজা শুরু করুন একটু বাদাম ও
ঘি দিয়ে ।গোল্ডেন কালার হওয়ার পর পরিবেশন করুন  বাঁধাকপির গাজর পাকোড়া ।

 

Photo Credit to Pixabay License