আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

খুব হালকা সাজে এই বৈশাখি ১৪ এপ্রিল

খুব হালকা সাজে এই বৈশাখি

পহেলা বৈশাখী বাংলা নববর্ষ প্রথম দিন।


পয়লা বৈশাখ হলে পহেলা বৈশাখের আরেক নাম। এটিই ১৪ এপ্রিল উৎসব পালন করা হয়।এদিন সরকারি ছুটি হয় থাকে তাই সবাই মিলে ঘুরতে বের হয়। এই উৎসব মেলা, মজাদার খেলা, শিশু পার্ক ঘুরে, মেহেন্দি দেওয়া, হালখাতা খোলা, মিষ্টি বিতরণ করা, উপহার দেওয়া ইত্যাদি করে সবাই মজা করে। কিছু আগেও সবাই পান্তা ভাত আর ইলিশমাছ দিয়া পহেলা বৈশাখি পালন করতো কিন্তু এখন সবই ফাইভ ষ্টার হোটেল বুফে খাইয়া বাংলা নববর্ষ উদযাপন করে।

পহেলা বৈশাখ দিনে অল্প বয়সী ছেলে ও মেয়েরা ভিন্ন ভিন্ন সাজ করে থাকে।ভিন্ন পোশাক, বিভিন্ন পিঠা, নতুন গয়না পুরা বৈশাখ উৎসব মুখের ভরে যাই। খুব হালকা সাজে এই বৈশাখি খুব আনন্দ দিবে কয়েক গুন বেশিই। যদিও যারা সাজ তার মতো হয় উচিত। আধুনিক দিনগুলোতে সবই মেকআপ ব্যাবহার করে তবে বাংলা ঐতিহ্য হলো খুব হালকা সাজে উৎসব পালন করো।


Bengali New Year
14th April

শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

ঘরে বসে শীতে ত্বকের যত্নে নিন

ঘরে বসে শীতে ত্বকের যত্নে নিন 

ঘর সবার মনের সুখ দেয়।তাই ঘরের মধ্যে থেকে শীতে ত্বকের যত্নে নিন। 


আপনার কি প্রকৃতিতে শীত জেঁকে বসেছে ? একটু নজর দিয়া দেখুন আপনার ফেটে যাওয়া ত্বকে । এটি একটি মৌসুমি সমস্যা । আমি কাঁপছি শীত আর লিখছি আপনাদের জন্য । আর্দ্রতার অভাবে জন্যই শীতকালে ত্বক ফেটে যায় আর যার যাদের ত্বক শুষ্ক তারাই  এ সমস্যায় ভয়াবহ ভাবে বেশি ভোগেন।

তাই আমাদের সবাই কে একটু বিশ্রি পরিস্থিতির মুখোমুখি হয় থাকি। সাদা দাগ ও নানান সংক্রমণ ত্বকে ভোরে যায় আর শুষ্ক ত্বক আর্দ্ থাকলে ত্বক ফাটা থেকে রাখা করে যায়। কিছু প্রাকৃতিক জিনিস দিয়া কিন্তু রক্ষা করা যায় যেমন ওটমিল,দই,মধু,নারিকেল তেল আর দুধ।

ওটমিল: 


ওটমিল আমাদের ত্বক ফাটা থেকে রক্ষা করে। ওটমিলযুক্ত ক্রিম ব্যবহার করলে ফাটা থেকে রক্ষা করে । ওটমিল পানির সাথে মিক্সড করে গোসল করলে ত্বক ফাটা থেকে রক্ষা পাওয়া যায় ।

দই: 


মুখে দই প্রয়োগ করলে আপনার ত্বক ফাটা থেকে রক্ষা করবে । যারা পার্লার যান দই হলো প্রধান ইনগ্রেডিয়েন্টস সব সমস্যা  সমাধানের জন্য ।

নারিকেল তেল : 


নারিকেল তেল শুষ্ক ত্বকের খুব উপকার করে ।নারিকেল তেল পেট্রোলিয়াম জেলি হিসেবে খুবই নিরাপদ ও কার্যকর। তবে কোলেস্টরোল সমস্যা হলে  নারিকেল তেল ভালো না  ।

দুধ: 


ঠাণ্ডা দুধ লাগাইলে চুলকানি কমিয়ে দেয় আর ত্বকে সাদা দাগ থেকে মুক্ত করে । নরমাল কাঁচা দুধ একটি শুকনো পরিষ্কার কাপড় ভিজিয়ে তা ৫থেকে ১০ মিনিটের জন্য আপনার ত্বকে ব্যবহার করুন তাহলে দুধের ল্যাকটিক অ্যাসিড খুব উপকার হবে ।


সতর্ক বিজ্ঞপ্তি : যাদের এলার্জি নাই শুধু তারাই ব্যবহার করবেন এবং সম্পূর্ণ নিজের দায়েত্ব নিয়ে । আমাদের ব্লগ কোনো কিছুর দাই থাকবে না ।ইনফরমেশন গুলো ভিন্ন ইংলিশ সাইট থেকে নেওয়া ।

PHOTO CREDIT TO : unsplash-logorawpixel

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

আপনার চরিত্র বলেদিবে আপনার অফিস ডেস্ক ?

আপনার চরিত্র বলেদিবে আপনার অফিস ডেস্ক ?

একবার এক অফিসে গেলাম মনটা চাইতেছিলো লোকটি কেমন ? কারণ কি জানান টিপটপ গোছানো  অফিসে আপনাকে পসিটিভ ভাবে সবাই আর অগোছালো ডেস্ক দেখা আপনকে ভাবে দুর্বল মানুষ আপনি  

জনতা ছিল নিচের কিছু আইডিয়া শেয়ার করা হলো :

১. আপনি অফিসে  সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হতে হলে পেন, ফোন, টু-ডু লিস্ট, ক্যালেন্ডার,
রেডি পাওয়ার,  বোর্ডে পিন, যথাস্থানে গুছিয়ে রাখুন। এটা আপনাকে দায়িত্বশীল দেখাবে।

২.আলাদা নজর দিতে আপনাকে ভিন্ন ভাবে অফিস সাজিয়া রাখুন ।

৩. আপনি সব সময় ডেস্কর উপর মন জয় করা এমন কিছু কাগজে লিখা টানিয়া রাখেন যা আপনি দেখা মন আনন্দ হয় ।

৪. অফিস ডেস্ক আপনি কিছু চকলেট, চিপস ও খেলনা দিয়া সাজিয়া রাখুন মনটা ভালো রাখবা।

৫. আপনার অগোছালো ডেস্ক কিন্তু মনকে খারাপ করা তাই অবশই ভালো ভাবে গুছান তাতে আপনার এক্সারসাইজ হবে এবং মন ভালো হয় যাবে।


unsplash-logorawpixel