আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮

আপনার চরিত্র বলেদিবে আপনার অফিস ডেস্ক ?

আপনার চরিত্র বলেদিবে আপনার অফিস ডেস্ক ?

একবার এক অফিসে গেলাম মনটা চাইতেছিলো লোকটি কেমন ? কারণ কি জানান টিপটপ গোছানো  অফিসে আপনাকে পসিটিভ ভাবে সবাই আর অগোছালো ডেস্ক দেখা আপনকে ভাবে দুর্বল মানুষ আপনি  

জনতা ছিল নিচের কিছু আইডিয়া শেয়ার করা হলো :

১. আপনি অফিসে  সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ হতে হলে পেন, ফোন, টু-ডু লিস্ট, ক্যালেন্ডার,
রেডি পাওয়ার,  বোর্ডে পিন, যথাস্থানে গুছিয়ে রাখুন। এটা আপনাকে দায়িত্বশীল দেখাবে।

২.আলাদা নজর দিতে আপনাকে ভিন্ন ভাবে অফিস সাজিয়া রাখুন ।

৩. আপনি সব সময় ডেস্কর উপর মন জয় করা এমন কিছু কাগজে লিখা টানিয়া রাখেন যা আপনি দেখা মন আনন্দ হয় ।

৪. অফিস ডেস্ক আপনি কিছু চকলেট, চিপস ও খেলনা দিয়া সাজিয়া রাখুন মনটা ভালো রাখবা।

৫. আপনার অগোছালো ডেস্ক কিন্তু মনকে খারাপ করা তাই অবশই ভালো ভাবে গুছান তাতে আপনার এক্সারসাইজ হবে এবং মন ভালো হয় যাবে।


unsplash-logorawpixel

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন