আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

ঘরে বসে শীতে ত্বকের যত্নে নিন

ঘরে বসে শীতে ত্বকের যত্নে নিন 

ঘর সবার মনের সুখ দেয়।তাই ঘরের মধ্যে থেকে শীতে ত্বকের যত্নে নিন। 


আপনার কি প্রকৃতিতে শীত জেঁকে বসেছে ? একটু নজর দিয়া দেখুন আপনার ফেটে যাওয়া ত্বকে । এটি একটি মৌসুমি সমস্যা । আমি কাঁপছি শীত আর লিখছি আপনাদের জন্য । আর্দ্রতার অভাবে জন্যই শীতকালে ত্বক ফেটে যায় আর যার যাদের ত্বক শুষ্ক তারাই  এ সমস্যায় ভয়াবহ ভাবে বেশি ভোগেন।

তাই আমাদের সবাই কে একটু বিশ্রি পরিস্থিতির মুখোমুখি হয় থাকি। সাদা দাগ ও নানান সংক্রমণ ত্বকে ভোরে যায় আর শুষ্ক ত্বক আর্দ্ থাকলে ত্বক ফাটা থেকে রাখা করে যায়। কিছু প্রাকৃতিক জিনিস দিয়া কিন্তু রক্ষা করা যায় যেমন ওটমিল,দই,মধু,নারিকেল তেল আর দুধ।

ওটমিল: 


ওটমিল আমাদের ত্বক ফাটা থেকে রক্ষা করে। ওটমিলযুক্ত ক্রিম ব্যবহার করলে ফাটা থেকে রক্ষা করে । ওটমিল পানির সাথে মিক্সড করে গোসল করলে ত্বক ফাটা থেকে রক্ষা পাওয়া যায় ।

দই: 


মুখে দই প্রয়োগ করলে আপনার ত্বক ফাটা থেকে রক্ষা করবে । যারা পার্লার যান দই হলো প্রধান ইনগ্রেডিয়েন্টস সব সমস্যা  সমাধানের জন্য ।

নারিকেল তেল : 


নারিকেল তেল শুষ্ক ত্বকের খুব উপকার করে ।নারিকেল তেল পেট্রোলিয়াম জেলি হিসেবে খুবই নিরাপদ ও কার্যকর। তবে কোলেস্টরোল সমস্যা হলে  নারিকেল তেল ভালো না  ।

দুধ: 


ঠাণ্ডা দুধ লাগাইলে চুলকানি কমিয়ে দেয় আর ত্বকে সাদা দাগ থেকে মুক্ত করে । নরমাল কাঁচা দুধ একটি শুকনো পরিষ্কার কাপড় ভিজিয়ে তা ৫থেকে ১০ মিনিটের জন্য আপনার ত্বকে ব্যবহার করুন তাহলে দুধের ল্যাকটিক অ্যাসিড খুব উপকার হবে ।


সতর্ক বিজ্ঞপ্তি : যাদের এলার্জি নাই শুধু তারাই ব্যবহার করবেন এবং সম্পূর্ণ নিজের দায়েত্ব নিয়ে । আমাদের ব্লগ কোনো কিছুর দাই থাকবে না ।ইনফরমেশন গুলো ভিন্ন ইংলিশ সাইট থেকে নেওয়া ।

PHOTO CREDIT TO : unsplash-logorawpixel

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন