আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

খুব হালকা সাজে এই বৈশাখি ১৪ এপ্রিল

খুব হালকা সাজে এই বৈশাখি

পহেলা বৈশাখী বাংলা নববর্ষ প্রথম দিন।


পয়লা বৈশাখ হলে পহেলা বৈশাখের আরেক নাম। এটিই ১৪ এপ্রিল উৎসব পালন করা হয়।এদিন সরকারি ছুটি হয় থাকে তাই সবাই মিলে ঘুরতে বের হয়। এই উৎসব মেলা, মজাদার খেলা, শিশু পার্ক ঘুরে, মেহেন্দি দেওয়া, হালখাতা খোলা, মিষ্টি বিতরণ করা, উপহার দেওয়া ইত্যাদি করে সবাই মজা করে। কিছু আগেও সবাই পান্তা ভাত আর ইলিশমাছ দিয়া পহেলা বৈশাখি পালন করতো কিন্তু এখন সবই ফাইভ ষ্টার হোটেল বুফে খাইয়া বাংলা নববর্ষ উদযাপন করে।

পহেলা বৈশাখ দিনে অল্প বয়সী ছেলে ও মেয়েরা ভিন্ন ভিন্ন সাজ করে থাকে।ভিন্ন পোশাক, বিভিন্ন পিঠা, নতুন গয়না পুরা বৈশাখ উৎসব মুখের ভরে যাই। খুব হালকা সাজে এই বৈশাখি খুব আনন্দ দিবে কয়েক গুন বেশিই। যদিও যারা সাজ তার মতো হয় উচিত। আধুনিক দিনগুলোতে সবই মেকআপ ব্যাবহার করে তবে বাংলা ঐতিহ্য হলো খুব হালকা সাজে উৎসব পালন করো।


Bengali New Year
14th April

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন