করোনা ভাইরাস এখন বাংলাদেশে I তবে আতংক হওয়ার কিছু নাই I কারণ যারা বিদেশ থাকা এসেছে তারই অক্রোন্ত I তবে যদি সেই আক্রান্ত ব্যাক্তি সুস্থ মানুষের কাছে আসে তাহলে বিপদ I এই পযন্ত মাত্র তিন জন মানুষ আক্রান্ত হয়েছে I এক জন এসেছে ইতালি থেকে তার কাছ থেকে আরেক জন সুস্থ মানুষের হয়েছে I আলাদা আরেক জন হয়েছে তিনিও ইতালি থেকে এসেছিলো কিছু সপ্তাহ আগে I তথ্যের সূত্র আইইডিসিআর (বাংলাদেশ) I আপনি যদি ইরান, জাপান, সিঙ্গাপুর, ইতালি, ইত্যাদি দেশ থেকে ফিরে আসেন আর গলা ব্যথা অথবা জ্বর অথবা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে দ্রুত যোগাযোগ করুন আইইডিসিআর (বাংলাদেশ) I
Photo by Mumtahina Rahman from Pexels
১. ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়া কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন I
২. যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না I হাত দিয়া চোখ, মুখ ও নাক থেকে বিরত থাকুন I
৩. হাঁচিই-কাশির সময় টিসু অথবা কাপুর দিয়া বা বাহুর ভাজা নাক-মুখ আবরণ করে ফেলুন I ব্যবহৃত টিসু ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন ও পরিষ্কার করুন I
ভাইরাস আক্রান্ত দেশ হতে আসার অথবা আক্রান্ত ব্যাক্তি সংস্পর্শে আসার ১৪ দিনের মধ্যে উপরে যেকোনো লক্ষণ দিলে :
বিঃদ্রঃ করোনাভাইরাস বিষয়ে তথ্য ইন্টারন্যাশনাল গাইড লাইন ফলো করে হয়েছে I জরুরি তথ্য গুলো শেয়ার করুন, কোন বিভ্রন্ত ছড়াবেন না I তথ্যেরতারিখ ৩/১১/২০২০ I কোন প্রবর্তন হলে নতুন আর্টিকেল আসবে I
"এই পযন্ত ৩ জন বাংলাদেশী পজিটিভ করোনা হয়েছে তারা ইতালি থেকে এসেছে সূত্র আইইডিসিআর (বাংলাদেশ) তবে অনেক ব্যক্তিকে পৃথক্করণ করা হয়েছে I"
করোনাভাইরাস (কোবিদ-১৯) প্রাদুভাব রোধে জনসচেতনা মূলক তথ্যবলি I
Photo by Mumtahina Rahman from Pexels
করোনাভাইরাস সংক্রমণে ঝুঁকি রোধে করণীয় :
১. ঘন ঘন দুই হাত সাবান পানি দিয়া কমপক্ষে ২০ সেকেন্ড যাবৎ পরিষ্কার করুন I
২. যেখানে সেখানে কফ ও থুতু ফেলবেন না I হাত দিয়া চোখ, মুখ ও নাক থেকে বিরত থাকুন I
৩. হাঁচিই-কাশির সময় টিসু অথবা কাপুর দিয়া বা বাহুর ভাজা নাক-মুখ আবরণ করে ফেলুন I ব্যবহৃত টিসু ঢাকনা যুক্ত ময়লার পাত্রে ফেলুন ও পরিষ্কার করুন I
ভাইরাস এর যখন সমূহ: জ্বর, কাশি ও শাসকষ্ট I
ভাইরাস আক্রান্ত দেশ হতে আসার অথবা আক্রান্ত ব্যাক্তি সংস্পর্শে আসার ১৪ দিনের মধ্যে উপরে যেকোনো লক্ষণ দিলে :
নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন I
সুস্থ ব্যাক্তি হতে ৩ ফুট দুরুত্ব বজায়ে রাখুন I
আইইডিসিআর (বাংলাদেশ) যোগাযোগ করুন I
বিঃদ্রঃ করোনাভাইরাস বিষয়ে তথ্য ইন্টারন্যাশনাল গাইড লাইন ফলো করে হয়েছে I জরুরি তথ্য গুলো শেয়ার করুন, কোন বিভ্রন্ত ছড়াবেন না I তথ্যেরতারিখ ৩/১১/২০২০ I কোন প্রবর্তন হলে নতুন আর্টিকেল আসবে I
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন