আপনারা সবই আমাদের ওয়েবসাইট বুকমার্ক করবেন নতুন আপডেট পাওয়ার জন্য !

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ২০২০

                              নভেল করোনা ভাইরাস একটি ভাইরাস I এটি প্রধান লক্ষণ হলো সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, হাঁপানি রোগ হয় ইত্যাদি I এই ভাইরাস হলে শুধু বিশ্রাম, প্যারাসিটামল দিয়া জ্বর কমাতে হবে, অক্সিজেন দিতে হবে যদি লাগে, গরম খাবার খেতে হবে, ১৪ দিন নিজেকে আলাদা করা রাখতে হবে যদি এই ভাইরাস হয় I


নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ :

 ১. ঘন ঘন আপনার হাত ধুয়ে নিন I
 ২. হাঁচি এবং কাশি হওয়ার সময় আপনার মুখ এবং নাকটি রুমাল/টিসু দিয়া রাখুন I  টিসু পেপার ব্যবহার পরে ডাস্টবিনে ফেলে দিন I
 ৩. জ্বর বা কাশি যার সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়ান I
 ৪. কাঁচা অসিদ্ধ পশুর পণ্য খাওয়া এড়িয়ে চলুন I
 ৫. জীবিত প্রাণীদের সাথে সরাসরি যোগাযোগ এড়ানো I
 ৬. আপনার যদি জ্বর, কাশি এবং শ্বাস নিতে সমস্যা হয় তবে প্রাথমিক চিকিত্সার সহায়তা নিন I













Image by Matt why do you need my last name? from Pixabay

সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

কৌতুক / বাংলা জোকস পর্ব ১

কৌতুক / বাংলা জোকস 


১/

রোগীঃ ডাক্তার ভাই ,আমার মনে হয় আমার চশমা নিতে হবে।
ক্যাশিয়ারঃ সঠিক বলেছেন আপনি, এটা একটা টাকার ব্যাংক।


২/

ডাক্তারঃ আপনার ব্যথাটা কত মিনিট পর পর হয়?
রোগীঃ এক মিনিট পর পর।
ডাক্তারঃ থাকে কত সেকেন্ডস?
রোগীঃ এক সেকেন্ডস।



৩/

এক ছাগল পাগল গেছে ডাক্তারের কাছে গেছে। কিন্তু যথারীতি
তার সিরিয়াল না আসার আগে সে ডাক্তারের চেম্বারে ঢুকে পড়লো।
তারপর কি হলো শুনুন তাদের কথোপোকথন:
ডাক্তার: “তুমি কেন পাগল হলে?”
ছাগল পাগল: সে এক ছোট ইতিহাস..আমি দুই
দুই বিধবা মেয়ে বিয়ে করেছিলাম সুকসেসফুল্লি ,
সেই যুবতী মেয়েরা  আবার আমার বাবা বিয়ে করেছে।
তাই আমার বাবা আমার জামাই হল আবার আমার
দুই মেয়ে হয়ে গেল আমার মা আবার।
ওই ঘরে তিনটি মেয়ে হয়েছিল তারা আমার বোন ।
কিন্তু আমি ওই তিন মেয়ের নানির স্বামী হলাম,
সহজে আমি তাদের নানা হয়ে গেলাম।
তেমনি, আমার ছেলে তার দাদির ভাই
হয়ে গেলো তারপর আমি আমার ছেলের
হটাৎ ভাগ্নে হয়ে গেলাম।
আর আমার ছেলে তাদের দাদার শালা হয়ে গেলো আর...
ডাক্তার ভাই- চুপ! একদম চুপ!! তাই কি আমাকে পাগল
বানাবি নাকি...! না আমি কি তাহলে ?


Image by digaita from Pixabay 

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

আপনি কিভাবে চা তৈরি করবেন ?

আপনি কিভাবে চা তৈরি করবেন ?






চার কাপ চা তৈরি :


প্রথমে একটা পাতিলে দুই কাপ পানি আধা ঘন্টা গরম করবেন I তরপর পরিমান মতো অথবা দুই চামচ চা পানিতে দিবেন I

Photo by Maria Tyutina from Pexels

এরপর আপনি যদি কড়া চা পান করতে চান তাহলে আপনাকে সময় নিতে হবে কিন্তু আমি বেশি কড়া চা ভালো লাগে না I  তরপর চা পানি ফুটা শুরু করলে আপনি চা কাপে ঢালবেন I এটি হয় গেলো লাল চা অথবা রো টি (ইংলিশ) I

লেবু চা:


এখন আপনি যদি লেবু চা তৈরি করতে চান তাহলে, লাল চা করার পর লেবু জুস একটু ঢালবেন I
তবে পরিমান মতো দিবেন কারণ সবার স্বাদ এক রকম না I এরপর তৈরি হলো লাল লেবুর চা I

আদা চা:


আর আপনি যদি আদা চা করতে চান তাহলে আপনাকে পরিমান মতো আদা জুস একটু ঢালবেন I
আদা চা খুবই দরকার কারণ ঠান্ডা কাশিই কমবে I যাইহোক, এবার তৈরী হলো লাল আদা চা I আঃহ! কি স্বাদ!